গতকাল শুক্রবার রাতে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।তবে এর পূর্বে কিছু শরণার্থী ভেতরে প্রবেশ করতে পেরেছে। অন্যদের আটকে দেওয়া হয়। এদিকে হাঙ্গেরি উত্তর ইউরোপে যেতে ইচ্ছুক শরণার্থীদের ঢল ঠেকাতে ক্রোয়েশিয়া সংলগ্ন সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে ।
এএফপির সুত্রে জানতে পারাযায়, কাঁটাতারের ফাঁক দিয়ে শরণার্থীরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। এদেরমধ্যে এক বৃদ্ধাকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং মারিয়া নামের একটি শিশুও ছিলো। এ সময় সীমান্ত বন্ধ বলে চিৎকার দিয়ে ওঠে সেনাবাহিনী ।
হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোলতান কভাকস প্রকাশ করেন, সীমান্ত বন্ধ করে দেওয়া হলেও দুটি ফাঁড়ি দিয়ে বৈধভাবে শরণার্থীরা সে দেশে ঢুকতে পারবেন। যাদের বৈধ কাগজপত্র আছে, তাঁদের জন্য লেতেনজে ও বেরেমেন্ড ফাঁড়ি খোলা রাখা হয়েছে। হাঙ্গেরির এই ঘোষণার পর ক্রোয়েশিয়া জানিয়েছে, স্লোভেনিয়ার পথ দিয়ে যেতে পারবে শরণার্থীরা।—এএফপি