Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / মস্কো সফর করলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
basar-al-asad

মস্কো সফর করলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনেজানতে পারা যায় যে,সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অঘোষিত সফরে মস্কো গেছেন। সেখানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনাও করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাশার মস্কো সফরে আসেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরপুতিনের সাথে আলোচনা করেন।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জানান, দুই নেতা আলোচনা বিষয় বস্তু ছিলো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ নিয়ে। তাঁরা সিরিয়ায় চলমান রুশ বিমান হামলা ও সিরীয় সেনাদের পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন।
গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। মস্কোর ভাষ্য, তারা (আইএস) ইসলামিক স্টেট ও অন্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
সিরীয় প্রেসিডেন্টের মস্কো সফর নিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, ২০১১ সালের পর এই ১ম বিদেশ সফর করলেন বাশার আল আসাদ।-   বিবিসি

About admin

Check Also

image_284177.neopal1446033192

নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি বিদ্যা

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৫৪ বছরের বিদ্যা ভাণ্ডারি। বর্তমান প্রেসিডেন্ট রাম বরণ যাদবের …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।