গত সোমবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও রেডিও নেটওয়ার্ক সিবিএস নিউজের সিক্সটি মিনিটসঅনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন জোটের লড়াইয়ের পরও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হয়নি বলে স্বীকার করেছেনতিনি। ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) ও সিরিয়া বিরুদ্ধে লড়াইয়ে দেশ ২ টিতে মার্কিন সেনা পাঠানোর ধারণাও নাকচ করে দেন ওবামা।
ওবামা আফগানিস্তান, সিরিয়া ও ইরাক পরিস্থিতি কথা জানান।
ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র কেন সেনা পাঠাতে চায় না তার ব্যাখ্যায় ওবামা বলেন, এ ক্ষেত্রে আফগানিস্তানের উদাহরণ নেওয়া যেতে পারে। আমরা সেখানে ১৩ বছর ছিলাম। এখনো সেখানে পরিস্থিতি অত্যন্ত কঠোর। কাজেই সিরিয়ায় সেনা পাঠানো হলে ১ বছর পর যেকোনোভাবে আমরা সমস্যার সমাধান করতে পারব এ ধারণা কাল্পনিক।
News আরও একটি ওয়ার্ডপ্রেস সাইট