Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / জাতীয় নির্বাচনে আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে:হাফিজ উদ্দিন আহমেদ
Hafiz

জাতীয় নির্বাচনে আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে:হাফিজ উদ্দিন আহমেদ

“এবারের জাতীয় নির্বাচনে আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে।”

দেশে ‘দুর্বল সরকার প্রতিষ্ঠার’ উদ্দেশ্যেই জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

 

শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সংখ্যানুপতিক পদ্ধতি-পিআর এর দাবি মানেই একটা দুর্বল সরকারের দাবি। যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, এসব লোককে জাতীয় সংসদে ঢুকাবার জন্য এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে।”

 

হাফিজ উদ্দিন বলেন, “এটি বোঝাই যাচ্ছে, নির্বাচনকে পেছাবার জন্যে এবং নির্বাচন যদি হয়েও যায়, একটা দুর্বল সরকার যেন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তারা পিআরের এই দাবি করছে।”

 

সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ছয়টি দল যুগপৎ আন্দোলনে নেমেছে। ইতোমধ্যে তারা দুই দফা বিক্ষোভ ও গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন, “আমাদের দেশে দুর্বল সরকার হলে, বাংলাদেশের লাভ কি? লাভ কাদের? এটা দেশপ্রেমিক জনগণ বুঝে।

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

About Md. Mahmudul H Imran

Check Also

download-talas

অভিযোগ গঠনের শুনানি পুনর্নির্ধারণ ১১ জুলাই

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি ফের পিছিয়েছে। প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।