জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে ভিডিও দেখার পর এবার ভিডিওতে থাকা পণ্য কেনা-বেচার সুযোগ চালু হতে চলেছে। ভিডিওতে কোনো পণ্য থাকলে সেটি চাইলে আগ্রহীরা যেমন কিনতে পারবেন, তেমনি বিক্রেতারাও পণ্য বিক্রির সুযোগ পাবেন। যার কারনে বিজ্ঞাপনভিত্তিক নতুন একটি কার্যক্রম যুক্ত হলো ইউটিউবে। সাম্প্রতি ইউটিউবে ভিডিও চলার সময় এর নিচে বিজ্ঞাপনের পাশাপাশি লিংক বিজ্ঞাপনও দেওয়ার সুযোগ রয়েছে। এর চেয়ে কিছুটা ভিন্ন এবং ক্রেতা-বিক্রেতাদের আরও সহজে কেনাবেচার সুযোগ দিতে এমন উদ্যোগ চালু করতে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। তবে এ পদ্ধতিটি গুগলের বাই বাটনে ক্লিক থেকে ভিন্ন হবে। এটি নির্দিষ্ট পণ্যকে সরাসরি বিক্রির সুবিধা দিতে বিক্রেতা কিংবা নির্দিষ্ট ব্র্যান্ডের ওয়েবসাইটে সরাসরি ক্রেতাকে নিয়ে যাবে।
ইউটিউবে পণ্য রিভিউর ওপর ১০ লাখের বেশি চ্যানেল রয়েছে। এসব চ্যানেলে নিয়মিত নানা ধরনের পণ্যের রিভিউ ভিডিও প্রকাশিত হচ্ছে। তবে ২০১৪ সালের তুলনায় চলতি বছর এ চ্যানেলগুলোতে ভিডিও দেখার হার বেড়েছে ৪০ শতাংশ। ইউটিউব কর্তৃপক্ষেরা মনে করেন ইউটিউবের নতুন এ বিজ্ঞাপন পদ্ধতিটিও নতুন ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বেশ সাড়া জাগাবে ।-টাইম ও টাইমস অব ইন্ডিয়া