কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে আছে ৪টি ফেরি।
রোববার (২৪ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বানিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
তিনি বলেন, ‘নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে এসেছে। ফলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া দিক নির্ণয় না করতে পারায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে ৪টি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।