আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই। ২৫ নভেম্বর, বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় কারণে তার অস্ত্রোপচার করা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকার ৩ নভেম্বর, মঙ্গলবার করা ওই অস্ত্রোপচার সফল হয়েছিল। এরপর কয়েকদিন হাসপাতালে থাকার পর চিকিৎসকরা তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে আজ বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ম্যরাডোনা।
১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন ম্যারাডোনা। এরপর ১৯৯০ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান তিনি। কিন্তু জার্মানির কাছে পরাজিত হতে হয় তার দলকে। এছাড়াও ইউরোপিয়ান ফুটবল ইতালিয়ান ক্লাব নাপোলির অবিসংবাদিত কিংবদন্তি ছিলেন তিনি।
ম্যারাডোনার এই মৃত্যুতে সারাবিশ্বের ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে।