Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / শিক্ষাঙ্গন / স্কুলের মালামাল বিক্রি করতে গিয়ে আটক প্রধান শিক্ষক
khagrachari-talas

স্কুলের মালামাল বিক্রি করতে গিয়ে আটক প্রধান শিক্ষক

কাউকে না জানিয়ে গোপনে স্কুলের মালামাল বিক্রি করতে গিয়ে মো. রবিউল ইসলাম নামে খাগড়াছড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আটক হয়েছেন। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে মালামাল ভর্তি ট্রাকসহ স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। তিনি শহরের গোপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্র জানায়, সরকারি সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রির নিয়ম থাকলেও প্রধান শিক্ষক রবিউল স্কুল পরিচালনা কমিটিকে না জানিয়ে মাটিরাঙ্গার এক ব্যবসায়ীর কাছে ৪০ হাজার টাকায় স্কুলের পুরাতন ভবনের মালামাল বিক্রি করে দেন।

মঙ্গলবার স্কুল বন্ধ থাকায় সকালে ট্রাকে করে ওই ব্যবসায়ীকে পুরাতন ভবনের মালামাল নিয়ে যেতে দেখে স্থানীয়রা স্থানীয় গোমতি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডের সদস্য মো. শাহজাহানকে জানান। পরে তিনি এলাকাবাসীকে নিয়ে মালামালসহ ট্রাকটি আটক করেন। এ সময় প্রধান শিক্ষক রবিউলকে আটক করেন স্থানীয়রা।

এ বিষয়ে প্রধান শিক্ষক রবিউল জানান, এগুলো ইজারার মালামাল। ইজারাদার তার মাধ্যমে বিক্রি করেছে। তবে ইজারাদারের নাম জানাতে পারেননি তিনি।

ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. এনামুল হক আলীম জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। স্কুল পরিচালনা কমিটি বসে এ বিষয়ে পদক্ষেপ নেবে।

তালাশনিউজ২৪.কম/এন.এইচ

About Md Baten

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।