Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিখোঁজ
AL-talas

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিখোঁজ

সৌদি আরবের রিয়াদ আল কাছিম মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১২ বিদেশি নাগরিক মারা গেছেন। এতে আহত হন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন গাড়িতে থাকা চট্টগ্রামের আনোয়ার হোসেন।

নিখোঁজ আনোয়ারের ভাই জয়নাল আবেদিন জিকো জানান, সোমবার (৬ জুলাই) ইফতারের আগ মুহূর্তে বাড়িতে ফোন করে জানায় ওমরাহ করতে যাচ্ছি। সঙ্গে আরও পাচঁজন বন্ধু রয়েছে।

তিনি আরও জানান, এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আগে মোবাইলে রিং হলেও সকাল থেকে মোবাইল ফোনটিও বন্ধ দেখাচ্ছে। আনোয়ারের গ্রামের বাড়ি হেদায়াত আলী পাড়া, নাঙ্গলমোড়া, হাটহাজারী, চট্টগ্রাম।

শাহীন চাকলাদার নামের এক বাংলাদেশির অবস্থা আশংকাজনক। তাকে মাজমা জেনারেল হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, আমরা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছি। এতে দু’জন বাংলাদেশিকে আহত পাওয়া গেছে। অপর এক হাসপাতালে সাতজনের মরদেহ পাওয়া গেছে। তবে এতোটাই পুড়ে গেছে যে তারা কোন দেশের নাগরিক সেটা শনাক্ত করা যায়নি।

জানা যায়, সোমবার ইফতারের আগে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়িতে আগুন ধরে যায়। তখন এ হতাহতের ঘটনা ঘটে।

রিয়াদের গভর্নর যুবরাজ ফয়সাল বিন বান্দর আহতদের সাহায্যের জন্য সংশ্লিষ্ট বিভাগে নির্দেশ দিয়েছেন। গভর্নর স্বয়ং আহতদের উদ্ধার কাজ তদারকি করেন। স্বাস্থ্য অধিদপ্তর রিয়াদের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে।

তালাশনিউজ২৪.কম/এন.এইচ

About Md Baten

Check Also

bsf

মঙ্গলবার ৪ বাংলাদেশি ও ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ

প্রতিবেদনঃ গত মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরপুর সীমান্তের ৮৭ নং মেইন পিলারের বিপরীতে ভারতের মালুয়াপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ৪ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।