একদিনের ম্যাচে সবচেয়ে কম ইনিংসে ৬০০০ রান পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিকে টপকে এই রেকর্ড গড়েন তিনি। গতকাল মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ একদিনের সিরিজের শেষ ম্যাচে ১৩ বলে ২৩ রান করেন এই দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যান। এটি ছিল হাশিম আমলা একদিনের ক্রিকেটে তার ১২৩ তম ইনিংস। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক আমলা এই ইনিংসেই ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৫০০০ রান থেকে ৬০০০ রানে পৌঁছাতে ২২টি ইনিংস খেলেছেন তিনি। এর আগে দ্রুত ৬০০০ রানের রেকর্ড ছিল ভারতের বিরাট কোহলির। ১৩৬তম ইনিংসে ৬০০০ রান করেছিলেন তিনি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসের (১৪১) সবচেয়ে কম ইনিংসে ৬০০০ রানে পৌঁছানোর রেকর্ড ভেঙেছিলেন তিনি।
