মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আজ শনিবার ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে(৩৩) আটক করা হয়েছে।
এএফপির খবরে জানানো হয়, সোসাল মিডিয়ার এক টুইটার বার্তায় মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসের জানিয়েছেন, বড় ধরনের বিশ্বাসঘাতকতার অভিযোগে ভাইস প্রেসিডেন্ট আদিবকে গ্রেপ্তার করা হয়।
৩ মাস আগে ইয়ামিন তাঁর সেই সময়কার সহচর মোহামেদ জামিলকে সরিয়ে ভাইস প্রেসিডেন্ট পদে আদিবকে (৩৩) নিয়োগ দিয়েছিলেন। এদিকে জামিলের বিরুদ্ধেও বিশ্বাসঘাতকতার অভিযোগ পাওয়া গেছে।-বার্তা সংস্থা এএফপি
