গতকাল মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি প্রতিবেদন জানিয়েছে,মঙ্গল গ্রহে বর্তমানেও পানির প্রবাহ রয়েছে। একটি মহাকাশযানের মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছেন তাঁরা। তাঁদের মহাকাশযান মার্স রিকনিসনস অরবিটার গত গ্রীষ্মকালেও মঙ্গল গ্রহের পৃষ্ঠভাগে লোনা পানির প্রবাহ দেখতে পেয়েছে। বিজ্ঞানীরা অতীতেও মঙ্গলে পানির অস্তিত্বের কথা বলেছেন। তবে এর পৃষ্ঠভাগে লোনা পানির প্রবাহ থাকার প্রমাণ এটাই প্রথম। এতে করে গ্রহটি প্রাণের অস্তিত্ব টিকে থাকার উপযোগী বলে মনে করছেন বিজ্ঞানীরা। -রয়টার্সের ও এএফপি
