চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসহ নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সকাল থেকে এ নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছে পুলিশ।চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য আজ দুপুরে গনমাধ্যমকে বলেন, ঢাকায় হোসেনি দালানে বোমা হামলা, মানবতাবিরোধী অপরাধের মামলার রায়সহ সামগ্রিক পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসহ নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে থানা ও ফাঁড়ি পুলিশকে।কোনো হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, চট্টগ্রামে কোনো হামলার তথ্য পুলিশের কাছে নেই। এর পরও নিয়মিত কর্মসূচির পাশাপাশি সামগ্রিক পরিস্থিতির কারণে নগরের মোড়ে মোড়ে তল্লাশিচৌকি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে।নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অভিবাসন) শেখ শরীফুল ইসলাম আজ দুপুরে বলেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রী আসা-যাওয়া স্বাভাবিক গতিতে চলছে।
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Check Also
সাইবার আক্রমণ ঝুঁকিতে বাংলাদেশ এক নম্বরে
সাইবার আক্রমণে বিশ্বে প্রতি বছর ৫ হাজার কোটি টাকার অর্থপাচার হচ্ছে। হ্যাকারদের এই অর্থ চুরিই …