Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি বিদ্যা
image_284177.neopal1446033192

নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি বিদ্যা

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৫৪ বছরের বিদ্যা ভাণ্ডারি। বর্তমান প্রেসিডেন্ট রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০০৮ সালে গণপ্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরুর পর তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট। ওই বছর রাম বরণ যাদব দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
গত ২০ সেপ্টেম্বর নেপালে নতুন সংবিধান কার্যকর হয। এ অনুযায়ী দেশটি হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। নতুন সংবিধান কার্যকরের প্রেক্ষিতেই দেশটিতে আজ নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল [ইউনিফাইড মার্কসিস্ট-লেনিনিস্ট ইউএমএল’র ভাইস চেয়ারপারসন বিধবা বিদ্যা ভাণ্ডারি।  তিনি দেশটির প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভাণ্ডারির স্ত্রী। ১৯৯১ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান মদন। তবে দুর্ঘটনার কারণ এখনো অজ্ঞাত রয়ে গেছে।

গত ২০ সেপ্টেম্বরে নেপালে নতুন সংবিধান ঘোষণার পর দেশটিতে আবার নতুন করে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করতে হচ্ছে।

১১ অক্টোবরে নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন ক্ষমতাসীন দল সিপিএন-ইউএমএল এর কে পি শর্মা অলি।

উল্লেখ্য, বিদ্যা দেবী ভাণ্ডারি নেপালের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও এর আগে দায়িত্ব পালন করেছেন।

About admin

Check Also

maldives-flag-wallpapers

মালদ্বীপের প্রেসিডেন্ট হত্যার ষড়যন্ত্রে সঙ্গে জড়িত আহমেদ আদিবকে গ্রেপ্তার

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আজ শনিবার ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে(৩৩) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।