ব্যুরো প্রধান, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী ও জেলায় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় বিজিবি নেমেছে ।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে নগরীতে তিন প্লাটুন বিজিবি সদস্য টহল দিতে শুরু করেছে। একই সময়ে পটিয়া, সীতাকুণ্ড ও হাটহাজারীতে এক প্লাটুন করে আরও তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে নগরীতে আরও তিন প্লাটুন এবং জেলায় আরও এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। সব মিলিয়ে চট্টগ্রামে দুর্গাপূজায় ১০ প্লাটুন সদস্য মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে ২৮ ব্যাটেলিয়ন বিজিবি।বিজিবি সদস্যরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাঠে থাকবে।২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র কমান্ডিং অফিসার লে.কর্ণেল এমারত হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সদর দপ্তরের নির্দেশে চট্টগ্রাম নগরী ও জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজা শেষ হওয়ার পর নির্দেশ পেলে সদস্যদের মাঠ থেকে ফিরিয়ে নেয়া হবে।১৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২২ অক্টোবর বিজয়া দশমী।
