কামরুল ইসলাম হূদয়, চট্রগ্রাম
:বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় চট্টগ্রামসহ দেশের নৌ-বন্দরগুলোকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্ব চৌধুরী বলেন, আজ শুক্রবার দুপুর থেকে ১নং নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘন্টায় ১০ থেকে ১৮ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।তিনি বলেন, ৬৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ছোট নৌযান এবং মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলে করতে বলা হয়েছে।এদিকে উপকূলের বিভিন্ন ঘাট থেকে দ্বীপ ও চরাঞ্চলের মধ্যে চলাচলকারী যাত্রী ও মালবাহি ছোট নৌযান চলাচলে কোন বিধিনিষেধ নেই।আবহাওয়া অফিস জানায়, সমুদ্র বন্দরগুলোর জন্য কোন সতর্কতা সংকেত নেই।পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর অফিসের পূর্বাভাস কর্মকর্তা হারুন-উর-রশিদ বলেন, আজ চট্টগ্রামে বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল আজ শুক্রবার তেমন ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাবে বিকাল কিংবা রাতের দিকে সামান্য বৃষ্টিপাত হতে পারে।
