(২৬অক্টোবর ১৫)-EHRDক্যান্সার সাপোর্ট সেন্টার ঢাকাস্থ মোহাম্মদপুর বাসীকে সচেতন করতে শহর সমাজসেবা কার্যক্রম অঞ্চল-৬ এর সমন্বয় পরিষদ এবং CCPR এর সহযোগীতায় ঢাকা এডিনবার্গ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী, মাননীয় সংসদ সদস্য। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন EHRD ক্যান্সার সাপোর্ট সেন্টার এর সহ-সভাপতি ও ঢাকা এডিনবার্গ কলেজের সদস্য জনাব মোঃ আফতাব আলী।
প্রধান আলোচক হিসাবে ছিলেন ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বিভাগীয় প্রধান ইপিডিমিওলজী বিভাগ জাতীয় ক্যান্সার হাসপাতাল, মহাখালী, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদপুর, আদাবর এলাকায় মাননীয় সংসদ সদস্যের কন্যা ব্যারিষ্টার এস আমরিন রাখী, বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের অঞ্চল-৬ এর সমাজ সেবা অফিসার এ,কে এম শহীদুজ্জামান,EHRD ক্যান্সার সাপোর্ট সেন্টারের উপদেষ্টা আবু ফজল নূর। ঢাকা এডিনবার্গ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অধ্যক্ষ রোকেয়া রুমির তত্ত্বাবধানে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। রোকেয়া রুমি EHRD ক্যান্সার সাপোর্ট সেন্টারের নিবার্হী পরিচালকের দায়িত্ব পালন করছেন। মূল লক্ষ্য প্রতিষ্ঠানটির ক্যান্সার রোগীদের সাহায্যে ও সহযোগিতা করা। সমন্বয় পরিষদের সভাপতি মোজ্জামেল হক, ক্যান্সার রোগীরা, ক্যান্সার আক্রান্ত রোগীদের আত্মীয়রা এবং এ্যাডভোকেট তানহা উপস্থিত ছিলেন।
