উপজেলার দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচীর পাশাপাশি মুসলিম এইড বিশ্ব হাত ধোয়া দিবসের চলমান কর্যক্রমের অংশ হিসাবে র্যালরি আয়োজন করে। রেলীতে উপজেলার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, মুসলিম এইডের কর্মকর্তা-কর্মচারী সহ সকল শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ গ্রহন করে। র্যালী শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে এবং সচেতনতা সম্পর্কিত প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আল-আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুসলিস এইডে’র প্রকল্প সমন্বয়কারী মোঃ হামিদুল ই্সলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিটরিং অফিসার শামীম রায়হান, মিলন রানা, নাসিমুল হক, নবিনুর রহমান। অনুষ্ঠানে ৩১৫ শিক্ষাথীদের হাত ধোয়ার অনুশিলন করা সহ তাদের মাঝে সাবান বিতরন করা হয়।
