জাতিসংঘ জানিয়েছে ২০১৫-১৬ সালের মধ্যে ভূমধ্যসাগর প্রবেশ করেছে প্রায় সাড়ে ৮ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশ করবে ।
গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সের সূতে জানতে পারাযায়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই বর্ধিত শরণার্থীদের জন্য ইউরোপের দেশগুলোর অভিবাসননীতি আরও শিথিল করার আহ্বান জানিয়েছে।
ইউএনএইচসিআরের সূত্র থেকে জানানো হয়, শরণার্থীদের অধিকাংশই সিরিয়ার। দেশটিতে যুদ্ধ চলার কারণে অনেকেই দেশ ছেড়ে সাগরপথে ইউরোপে রওনা হচ্ছে। কয়েক শ শরণার্থীর ইতিমধ্যে সাগরে ডুবে মৃত্যু হয়েছে। এ ছাড়া সাহায্য কর্মসূচিতে ঘাটতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
ইউএনএইচসিআরের তথ্যে আরও জানানো হয়, ২০১৫ সালে অন্তত৪ লাখ শরণার্থী ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাবে। আগামী বছর এ সংখ্যাটি সাড়ে ৮ লাখের বেশি হতে পারে। ২০১৫ সালে ইতিমধ্যে ৩ লাখ ৬৬ হাজার শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে।